শিক্ষার জ্ঞান মানুষের মনের প্রসারণ, জীবন ও পৃথিবী সম্বন্ধে নতুন চিন্তার উদ্ভাবন ঘটায়। শিক্ষা জাতির মেরুদন্ড হয়ে দাড়ায় তখনই, যখন একটি জাতি মানবীয় মূল্যবোধে উজ্জীবিত হয়ে শিক্ষাবান্ধব স্থিতিশীল সমাজ ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত থেকে উন্নতর ভবিষ্যৎ নির্মাণে চেষ্টিত হয়। আর এ জন্য প্রয়োজন সুশিক্ষা। জ্ঞান অর্জনের সুশিক্ষার কোন বিকল্প নেই। টাংগাইল জেলার কালিহাতী থানায় গ্রামে মনোরম পরিবেশে ১৯০৮ ইং সনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্ঠায় গড়ে উঠেছিল রাজাফৈর উচ্চ বিদ্যালয়। সেই থেকে পথ চলা। বিদ্যালয়টি এই এলাকার মানুষের মাঝে বিদ্যার আলো ছড়িয়ে যাচ্ছে।
টাংগাইল জেলার কালিহাতী থানায় গ্রামে মনোরম পরিবেশে ১৯০৮ ইং সনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্ঠায় গড়ে উঠেছিল রাজাফৈর উচ্চ বিদ্যালয়। সেই থেকে পথ চলা। বিদ্যালয়টি এই এলাকার মানুষের মাঝে বিদ্যার আলো ছড়িয়ে যাচ্ছে।