রাজাফৈর উচ্চ বিদ্যালয়ের ইতিকথা
রাজাফৈর উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় ১৯০৮ সনে।
এলাকার নেতৃবর্গের কঠোর শ্রম, চিন্তা শক্তি ও ত্যাগের বিনিময়েই প্রতিষ্ঠা হয়েছিল এই বিদ্যালয়টি।
প্রারম্ভিক মুহূর্তে ৩ জন শিক্ষক ও ৮০ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। একদিকে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ত্যাগী কর্মীদের যেমন ছিল এটি মিলন ও চিন্তার কেন্দ্রবিন্দু অপরদিকে আপদকালীন সময়ে অফিস কক্ষ ব্যবহারের সুযোগপ্রাপ্তি সবকিছু মিলিয়েই এ বিদ্যালয়টি ইতিহাসে মাতৃত্বের স্থান লাভ করে আছে।